Posts

Showing posts from 2019

EXCEL

Image
۞  এক্সেল সম্পর্কে প্রাথমিক ধারনা  📂 উইন্ডোজ ভিত্তিক এ Application প্রোগ্রামটির সাহায্যে জটিল গাণিতিক পরিগণনা, তথ্য ব্যবস্থাপনা এবং তথ্যকে আকর্ষণীয় করে উপস্থাপনায় নিখুঁত ভাবে চার্ট বা গ্রাফ তৈরী করা ইত্যাদি ছাড়াও আরও অনেক জটিল কাজকে সহজে সমাপন করা যায়। এক্সেলের সুবিশাল পৃষ্ঠাটি কলাম ও সারিভিত্তিক সেলে বিভক্ত হওয়ায় এতে বিভিন্ন তথ্য সন্নিবেশ করে তথ্য বিশ্লেষণ করা যায় বলে একে স্প্রেডশীট এনালিসিস প্রোগ্রাম বলা হয়। ۞ মাইক্রোসফট এক্সেল (Microsoft Excel) প্রোগ্রাম চালু করার নিয়মঃ Start> All Programs> Microsoft Office> Microsoft Office Excel2010-এ প্রবেশ করলে ডিফল্টভাবে অনেকগুলো রো-কলাম বিশিষ্ট একটি সাদা Page আমাদের সামনে ওপেন হবে। ۞ মাইক্রোসফট এক্সেল (Microsoft Excel) এর Windows পরিচিতিঃ Default setting অনুসারে Excel Window এ Microsoft Word এর ন্যায় Title bar, Menu bar, Tool bar, Name Box, Formula bar, Horizontal & Vertical Scale ইত্যাদি থাকে। নিচের ছবিটি এক্সেল এর ইউন্ডো। আমরা রো আর কলাম সম্পর্কে জানি। একটি টবিল তৈরী হয়ে কিছু রো এবং কলাম এর দ্বারা। উপর নিচ খাড়া ভাবে যে লাইনগুল