Posts

COMPUTER BASIC

Image
নিজেকে জিজ্ঞাসা করো কম্পিউটার কেনো শিখতে হবে? কম্পিউটার শেখার প্রধান অন্তরায় কি? তুমি এতোদিন কেনো কম্পিউটার শিখনি? তোমার কি কম্পিউটার শিখতে ইচ্ছা করে? ইচ্ছে করলে কেনো ইচ্ছে করে? কম্পিউটার শিখতে গেলে কি কি প্রয়োজন হয়? বর্তমানে কম্পিউটার দিয়ে কি কি হচ্ছে? আগামীতে নতুন নতুন কি কি প্রযুক্তি আসছে? সিলেবাস  (৩টি লেসন) লেসন-১ 1. কম্পিউটার কি? 2. কম্পিউটারের ইতিহাস 3. কম্পিউটারের শ্রেণিবিভাগ লেসন-২ 1. কম্পিউটারের হার্ডওয়্যারের বিভিন্ন অংশ 2. সফ্টওয়্যার ও ফার্মওয়্যার 3. সফ্টওয়্যার এর প্রকারেভেদ 4. মেমোরির প্রকারভেদ 5. প্রধান ও সহায়ক মেমোরি 6. র‍্যাম ও রমের মাঝে পার্থক্য 7. মেমোরির ক্ষমতা লেসন-৩ 1. কম্পিউটার সিকিউরিটি 2. উইন্ডোজ এর খুটিনাটি কম্পিউটার কি? Computer শব্দটি গ্রিক শব্দ Compute শব্দ থেকে এসেছে। Compute  শব্দের অর্থ গণনা করা। Computer শব্দের অর্থ গণনাকারী যন্ত্র। মূলতঃ এটি তৈরি করা হয়েছিল গণনার জন্য। কিন্তু বর্তমানে এটি জটিল ও কঠিন হিসাব-নিকাশ ছাড়াও আরো অনেক কাজে ব্যবহার হচ্ছে কম্পিউটার। কম্পিউটারের কাজের গতি হিসেব করা হয় ন্যানো সেকেন্ডে। ন্যানো সেকেন্ড হল এক সেকেন্ডের একশ কোটি ভাগে

WORD

Image
মাইক্রোসফট ওয়ার্ড হল একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়ার। এর সাহায্যে, দলিল,  প্রশ্ন, চিঠিপত্র টাইপ করা ছাড়াও প্রিন্ট দেওয়া, ছোটখাট ডিজাইন করা, বই তৈরি করাসহ বিভিন্ন কাজ করা হয়। অত্যন্ত সহজ এই প্রোগ্রামটি সারা বিশ্বে প্রচলিত আছে। এটির ইন্টারফেস খুবই সহজ হওয়ার কারনে সামান্য কম্পিউটার জানা যে কোন ব্যক্তি তার প্রয়োজন অনুসারে কম্পিউটারে লেখালিখির কাজ সম্পাদন/সংরক্ষণ করতে পারেন। এমএস ওয়ার্ড (MS WORD) লেসন-১ ১. মাইক্রোসফ্ট ওয়ার্ড ২. ওয়ার্ড চালু করা ৩. ওয়ার্ড এর স্ক্রীন ও অন্যান্য পরিচিতি ৪. নতুন ডকুমেন্ট খোলা এবং টাইপ করা ৫. কার্সর নাড়ানোর পদ্ধতি লেসন-২ ১. ফাইল সংরক্ষণ করা, বন্ধ করা, খোলা ২. কাট, কপি, পেস্ট  এবং মুভ করা ৩. ড্র্যাগ ও ড্রপ পদ্ধতিতে ব্লক করে কপি করা ৪. সাইজ, স্টাইল, কালার ও ফন্ট পরিবর্তন ৫. লেখা (টেক্সট) বোল্ড ইটালিক, আন্ডারলাইন ৬. ইংরেজি বড় হাতের ও ছোট হাতের লেখা ৭. ডকুমেন্টের টেক্সট ফরম্যাট করা (যাবতীয় Font ফরমেটিং) লেসন-৩ ১. লেখা লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, সেন্টার ও ফুল জাস্টিফাই করা ২. লাইন ও ক্যারেক্টার স্পেসিং পরিবর্তন করা ৩. প্যারাগ্রাফের লাইন স্পেসিং পরিবর্তন করা ৪. প্যারাগ