Posts

Showing posts from January, 2019

কম্পিউটার কেনো শিখবো

Image
প্রায় ৬-৭ বছর আগে শিপন নামে ২৬-২৭ বছরের এক ছেলে আমার কাছে এলো। উদ্যেশ্য আমার কাছে কম্পিউটার শিখবে। শিপন: স্যার, কম্পিউটার শিখতে কতদিন লাগবে? আমি: তুমি কম্পিউটারের কোন কোর্সটি শিখতে চাও? শিপন: এই ধরেন কোন অফিসের কম্পিউটার অপারেটরের চাকরী করতে যে কোর্স করা লাগবে সেটা। আমি: অর্থাৎ তুমি অপারেটিং কোর্স করতে চাচ্ছো। এতে তোমার প্রায় ২ মাস সময় লাগবে। আমার কথা শুনে শিপন ছেলেটে অনেকটা নিরাশ হলো বলে মনো হলো। শিপন: স্যার এর কম সময়ে করা যাবে না? আমি: তুমি যদি চেষ্টা করো এবং সময় বাড়িয়ে দাও তবে হয়তো দেড় মাসে শেষ করতে পারবা। শিপন: আরো কম সময়ে করা যাবে না স্যার? আমি একটু বিরক্ত হয়েই বল্লাম: সব কিছু কি ইচ্ছে করলেই নিজের মতো করে করা যায়? এ পর্যায়ে শিপন ছেলেটার মুখটা আষাড়ের মেঘের মতো হয়ে গেলো। চোখ দুটি ছল ছল করতে লাগলো। বুঝলাম কোন সমস্যা আছে। অপেক্ষায় রইলাম সে কি বলতে চায় তা শোনার জন্য।

EASY ENGLISH COURSE

Image
এস.এস.সি পাশ করে সাইমন ঢাকায় এসেছে ভালো কলেজে ভর্তির জন্য কোচিং করবে বলে। ফার্মগেটের একটা নামকরা প্রতিষ্ঠানে কোচিং এ ভর্তি হলো। যথারীতি ক্লাশ শুরু হলো।  কয়েকদিন ক্লাশ করার পর সাইমন দেখলো সে ক্লাশে স্যারের দেয়া ল্যাকচারগুলো ঠিক মতো ধরতে পারছে না। না, কানে সে কম শোনে না। কিংবা ছাত্র হিসেবে সে খারাপ নয়। তবে কি কারনে যেনো স্যারের গুরুত্বপুর্ণ কথাগুলো সে বুঝতে পারছেনা। অনেক চিন্তা ভাবনা করে শেষে সাইমন ধরতে পারলো সমস্যাটা কোথায়। আসলে ক্লাসে স্যার ল্যাকচারে অনেক ইংরেজী শব্দ ব্যবহার করে যা সাইমান ধরতে পারে না। শুধু স্যার নয় ছাত্র/ছাত্রীরাও তাদের কথায় কিংবা ক্লাশে অসংখ্য ইংরেজী শব্দ ব্যবহার করে।  সাইমন যে পরিবেশ থেকে এসেছে সেখানে ইংরেজী চর্চার সুযোগ কম। শুধু মাত্র পরীক্ষা পাশের জন্য গদবাধা কিছু পড়া ছাড়া সেখানে ইংরেজী মানুষ ব্যবহারই করে না। যার ফলে সাধারণ কথাগুলো মাঝে কোন ইংরেজী শব্দ ব্যবহার হয়না।  সাইমনের লজ্জা পায় যখন তার সহপাঠীদের সাথে একসাথে কথা বলে। কারন সে লক্ষ করেছে তাদের মধ্যে প্রায় সবাই কথার মধ্যে অনেক সুন্দর সুন্দর ইংরেজী ব্যবহার করে, যার ফলে তাদের কথা বলার স্টাইল এবং মান অনেক বেড়ে যায়