কম্পিউটার কেনো শিখবো

প্রায় ৬-৭ বছর আগে শিপন নামে ২৬-২৭ বছরের এক ছেলে আমার কাছে এলো। উদ্যেশ্য আমার কাছে কম্পিউটার শিখবে।
শিপন: স্যার, কম্পিউটার শিখতে কতদিন লাগবে?
আমি: তুমি কম্পিউটারের কোন কোর্সটি শিখতে চাও?
শিপন: এই ধরেন কোন অফিসের কম্পিউটার অপারেটরের চাকরী করতে যে কোর্স করা লাগবে সেটা।
আমি: অর্থাৎ তুমি অপারেটিং কোর্স করতে চাচ্ছো। এতে তোমার প্রায় ২ মাস সময় লাগবে।
আমার কথা শুনে শিপন ছেলেটে অনেকটা নিরাশ হলো বলে মনো হলো।
শিপন: স্যার এর কম সময়ে করা যাবে না?

আমি: তুমি যদি চেষ্টা করো এবং সময় বাড়িয়ে দাও তবে হয়তো দেড় মাসে শেষ করতে পারবা।
শিপন: আরো কম সময়ে করা যাবে না স্যার?
আমি একটু বিরক্ত হয়েই বল্লাম: সব কিছু কি ইচ্ছে করলেই নিজের মতো করে করা যায়?
এ পর্যায়ে শিপন ছেলেটার মুখটা আষাড়ের মেঘের মতো হয়ে গেলো। চোখ দুটি ছল ছল করতে লাগলো। বুঝলাম কোন সমস্যা আছে। অপেক্ষায় রইলাম সে কি বলতে চায় তা শোনার জন্য।

Comments