COMPUTER BASIC
নিজেকে জিজ্ঞাসা করো কম্পিউটার কেনো শিখতে হবে? কম্পিউটার শেখার প্রধান অন্তরায় কি? তুমি এতোদিন কেনো কম্পিউটার শিখনি? তোমার কি কম্পিউটার শিখতে ইচ্ছা করে? ইচ্ছে করলে কেনো ইচ্ছে করে? কম্পিউটার শিখতে গেলে কি কি প্রয়োজন হয়? বর্তমানে কম্পিউটার দিয়ে কি কি হচ্ছে? আগামীতে নতুন নতুন কি কি প্রযুক্তি আসছে? সিলেবাস (৩টি লেসন) লেসন-১ 1. কম্পিউটার কি? 2. কম্পিউটারের ইতিহাস 3. কম্পিউটারের শ্রেণিবিভাগ লেসন-২ 1. কম্পিউটারের হার্ডওয়্যারের বিভিন্ন অংশ 2. সফ্টওয়্যার ও ফার্মওয়্যার 3. সফ্টওয়্যার এর প্রকারেভেদ 4. মেমোরির প্রকারভেদ 5. প্রধান ও সহায়ক মেমোরি 6. র্যাম ও রমের মাঝে পার্থক্য 7. মেমোরির ক্ষমতা লেসন-৩ 1. কম্পিউটার সিকিউরিটি 2. উইন্ডোজ এর খুটিনাটি কম্পিউটার কি? Computer শব্দটি গ্রিক শব্দ Compute শব্দ থেকে এসেছে। Compute শব্দের অর্থ গণনা করা। Computer শব্দের অর্থ গণনাকারী যন্ত্র। মূলতঃ এটি তৈরি করা হয়েছিল গণনার জন্য। কিন্তু বর্তমানে এটি জটিল ও কঠিন হিসাব-নিকাশ ছাড়াও আরো অনেক কাজে ব্যবহার হচ্ছে কম্পিউটার। কম্পিউটারের কাজের গতি হিসেব করা হয় ন্যানো সেকেন্ডে। ন্যানো সেকেন্ড হল এক সেকেন্ডের একশ কোটি ভাগে